কলকাতা: নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বাজেট অধিবেশনে যোগদানে কোনও সমস্যা নেই। বিরোধী দলনেতার সাসপেনশন (Suspend) প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চাইলে তিনি অধিবেশনে যোগদান করতে পারেন। গত নভেম্বর মাসে তাঁকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল। ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session) শুরু হওয়ার কথা।
গত বছর নভেম্বর মাসে বিরোধী দলনেতাকে সাসপেন্ডের পর বিজেপির পরিষদীয় দল মুখ্যমন্ত্রীকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহারের পর এবার বিজেপির পরিষদীয় দল অধিবেশনে উপস্থিত হবেন বলেই জানা যাচ্ছে। বিধানসভার শীতকালীন অধিবেশনে উপ মুখ্যসচেতক তাপস রায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন। তার জেরেই সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: সাইকেল চালিয়ে গ্রামে বিডিও, তার পরে কী হল? জেনে নিন
এদিকে বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার রাজ্যসভার সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে।আরও খবর দেখুন