কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ হচ্ছেন শুভ্র মিত্র (Subhra Mitra New Principal Calcutta National Medical College)। বিজ্ঞপ্তি জারি করে নতুন অধ্যক্ষের নাম জানাল স্বাস্থ্য দফতর। শুভ্র মিত্র ওই হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক। এত দিন ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন চিকিৎসক অজয় রায়। এ বার তাঁর জায়গায় আনা হল শুভ্র মিত্র। স্বাস্থ্য ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত শুভ্রই ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical College) অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন: অর্থ দফতর থেকে সরানো হল মনোজ পন্থকে
আরজি কর কাণ্ডের পর পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের চাপে পড়ে পদত্যাগ করেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও সন্দীপ বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আরজি করের অধ্যত্ক্ষ পদ ছাড়ার ৪ ঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়। কিন্তু তাঁর নিয়োগ নিয়ে আপত্তি তোলেন চিকিৎসক পড়ুয়ারা। ‘সন্দীপ ঘোষকে মানছি না’, দাবি তুলে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে কাজেই যোগ দিতে পারেননি সন্দীপ। এরপর এই মামলা হাইকোর্টে উঠলে প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দীপকে ছুটিতে যেতে নির্দেশ দেয়। ন্যাশনাল মেডিক্যাল কলেজে এত দিন অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন চিকিৎসক অজয় রায়। এ বার তাঁর জায়গায় শুভ্রকে দায়িত্ব দেওয়া হল।
অন্য খবর দেখুন