কলকাতা: এবার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (Police Welfare Association) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। আগামী ২৭ জানুয়ারী পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা রয়েছে। শুভেন্দুর অভিযোগ, এই সংস্থা চলে তৃণমূলের মদতে। বার্ষিক সভায় আমন্ত্রিতদের মধ্যে প্রায় সকলেই তৃণমূলের নেতা কিংবা মন্ত্রী। সভার আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রীর ছবিতেই স্পষ্ট বোঝা যায় যে, এই সংস্থা কাদের অঙ্গুলিহেলনে চলে।
এই সংস্থার সঙ্গে জড়িত পুলিশ অফিসারদের যাতে আসন্ন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) কাজে ব্যবহার না করা হয়, তার জন্য বিরোধী নেতা দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি দিয়েছেন। শুভেন্দুর অভিযোগ, ২৭ জানুয়ারি পুলিশ অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সভা হবে, তা নিয়ন্ত্রণ করবে শাসকদলই।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কনভয়ে কোনও ভিআইপি অফিসারের গাড়ি নয়, সিদ্ধান্ত নবান্নের
শুভেন্দু বলেন, ওই সভা পরিচালনা করে তৃণমূল সরকার (Trinomool Govt)। ওই অনুষ্ঠানে তৃণমূলের নেতা ক্রমীরা উপস্থিত থাকেন। এরাজ্যের পুলিশ নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে তৃণমূলের নেতা মন্ত্রীদের মাথায় ছাতা ধরছে। বিগত কয়েক নির্বাচনে পুলিশ নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেনি। আসন্ন লোকসভা নির্বাচনের সময় পক্ষপাতদুষ্ট পুলিশ অফিসারদের নির্বাচনী দায়িত্বে বিরত দেওয়া হোক চিঠিতে নির্বাচন কমিশনারকে দাবি জানিয়েছেন শুভেন্দু।
এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে বলে অভিযোগ করপেছিলেন। এবার সেই অভিযোগ তুলে নির্বাচন কমিশনাকরে চিঠিতে জানান, পশ্চিমবঙ্গের পুলিশের একটি অংশের রাজনীতিকরণের প্রগাঢ় হয়ে উঠেছে। পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে। সরকারের অঙ্গুলী হেলনে কাজ করে যাচ্ছে। সেই কারণে তাদের ভোটের দায়িত্ব দেওয়ার আগে বিবেচনা করার ও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
আরও অন্য খবর দেখুন