কলকাতা: টলিউডে যৌন হেনস্থা রুখতে ব্যবস্থা নিতে হবে। এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee ) চিঠি দিল সুদীপ্তাদের (Sudipta Chakraborty) ফোরাম। মহিলাদের নিরাপত্তা কমিটি গঠন করার আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে। ইতিমধ্যেই টলিউডের অন্দরে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই অভিযোগে পরিচালক অরিন্দম শীলের নামে এফআইআর দায়ের করেছেন এক অভিনেত্রী।
কিন্ত কর্মক্ষেত্রে মহিলারা যে খুব একটা নিরাপদ নয় আরজি করের পর তা ফের একবার প্রমাণিত হল। দিনের পর দিন কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন টলিউড শিল্পী তনুশ্রী দাস। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় হেয়ার ড্রেসার তনুশ্রী দাস (Tanusree Das)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় ইন্ডাস্ট্রির কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এনিয়ে স্যোশাল মিডিয়ায় সরব হলেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘এই ঘটনার শেষ দেখে ছাড়ব।’ প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও কারণে তনুশ্রীকে সাসপেন্ড করেছিল গিল্ড। এর পর থেকে ইন্ডাস্ট্রিতে কোনও কাজ করতে দেওয়া হয়নি তাঁকে।
কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ রুখতে গড়ে তলা হয় ওমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স। গত ২৭ সেপ্টেম্বর এই সংগঠন গড়ে তোলা হয়। সুদীপ্তা চক্রবর্তী, উষসী রায় এই সংগঠনের সদস্য।এই ফোরামের তরফে ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে আবেদন করা হয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসা মহিলা, শিশু এবং তৃতীয় লিঙ্গের মানুষদের নিরাপত্তা চেয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে আরজি করের ঘটনার পুনরাবৃত্তি আর কারও সঙ্গে না হয়।
অন্য খবর দেখুন