কলকাতা: আবহাওয়ার তীব্রতার কারণে ফসলের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে বলে নবান্ন মনে করছে। যার জেরে ফসলের (Crop) দাম উর্দ্ধমুখী। বেশ কিছু সবজির দাম বেড়েছে। এর থেকে রেহাই দিতে সুফল বাংলা বিপণন কেন্দ্রগুলো (Sufal Bangla Biponon Kendra) থেকে ১০ থেকে ২০% বাজারের কম দামে সবজি বিক্রি হচ্ছে। ক্রেতা সাধারণের সুবিধা দেওয়ার জন্য আরও কয়েকটি বিপণন কেন্দ্র খোলা হচ্ছে।
সম্প্রতি লেক মার্কেটের কাছে ও সটলেক সহ রাজারহাট নিউটাউনের এলাকায় ১১ টি অতিরিক্ত সুফল বাংলা ভ্রাম্যমান বিপণন কেন্দ্র খোলা হয়েছে। পশ্চিমবঙ্গে ৮৬৮ বিপণন কেন্দ্র রয়েছে। কলকাতাতে বিভিন্ন জায়গায় সুফল বাংলার বিপণন কেন্দ্র রয়েছে।
আরও পড়ুন: এসি নিয়ে ঝামেলা, যাত্রীর শ্লীলতাহানি ক্যাব চালকের
উল্লেখ্য, সুফল বাংলা স্টলে এখন জ্যোতি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৯ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ টাকায়। টম্যাটো বিক্রি হচ্ছে ৭২ টাকা। পটল বিক্রি হচ্ছে ৪৭ টাকায়।
আরও খবর দেখুন