কলকাতা: দক্ষিণবঙ্গের পশ্চিমে অবস্থান করছে গভীর নিম্নচাপ। পশ্চিমের জেলাগুলি থেকে এই
ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall) হবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌঁছবে শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে অবস্থান করবে। আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বইবে। নিম্নচাপের কারণেই সকাল থেকে আকাশের মুখ ভার, দফায় দফায় কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata Rainfall) সহ দক্ষিণে সব জেলাতে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে।
আরও পড়ুন: ফের মহামিছিলের ডাক দিয়ে রাজপথে জুনিয়র ডাক্তাররা
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার বিকেলের দিকে হালকা বাতাস বইতে পারে। বেলার থেকে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। সোমবার বৃষ্টির পূর্বাভাস জারি। সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাবাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে লাল সতর্কতা জারি। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে আগামীকাল। বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুর লাল সতর্কতা। ঝাড়গ্রাম হুগলি ,বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির। উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। দার্জিলিং কালিম্পং ,জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
অন্য খবর দেখুন