কলকাতা: আজ রাজভবনের (Rajbhawan) সামনে ধরনায় (Sit In) বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। কিন্তু সেখানে নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির রাজ্য নেতৃত্বে ফাটল চওড়া হচ্ছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। দিলীপ ঘোষ ইতিমধ্যেই নাম না করে একাধিকবার রাজ্য নেতৃত্বকে নিশানা করেছেন। এদিনের ধরনায় রয়েছেন বিজেপি বিধায়করা। তাছাড়াও আছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন। এদিন ধরনা মঞ্চে ছিলেন অগ্নিমিত্রা পাল, তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অর্জুন সিং, কৌস্তভ বাগচি, অসীম সরকার। মঞ্চের পিছনে ব্যানারে লেখা ছিল, পশ্চিমবঙ্গে হিংসা আর নির্বাচন সমার্থক কেন? রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রবিবার রাজভবনের সামনে এই ধরনা বেলা ২টোর মধ্যে শেষ হওয়ার কথা।
১৪ জুলাই ধরনায় বসার জন্য কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দিয়েছে শুভেন্দুকে। তবে জানিয়েছে, ৩০০-র বেশি লোক নিয়ে অবস্থান নয়। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন শুভেন্দু। কিন্তু ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে বলে অনুমতি দিতে অস্বীকার করে কলকাতা পুলিশ। এরপরেই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু।
আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্তের দাবি জানাল পরিবার
আরও খবর দেখুন