নয়া দিল্লি: মডেল হিসেবে ফ্যাশন শো-র র্যাম্পে হাঁটলেন সুকান্ত মজুমদার। রাজনীতি থেকে অবসর? এবার নতুন কেরিয়ারের দিকে পা বাড়ালেন রাজ্যে বিজেপি মুখপাত্র? সদ্য এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যে ভিডিও দেখে নেটনাগরিকদের একাংশ মনে করছেন এবার জনসেবা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: শীতের আমেজ থেকে আপাতত সাময়িক বিরতি! ফের দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস
শনিবার ভারত মণ্ডপে অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুকান্ত মজুমদার। উত্তর-পূর্বের ভারতের আঞ্চলিক ফ্যাশনের প্রচারের জন্য সিন্ধিয়া এবং মজুমদার উত্তর-পূর্বের স্টাইলে জ্যাকেট পরে র্যাম্পে হাঁটলেন। যে ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন ভিডিও…
#WATCH | Delhi | Union Minister Jyotiraditya Scindia, along with MoS Sukanta Majumdar walked the ramp at the Ashtalakshmi Mahotsav fashion show, at Bharat Mandapam.
(Source: Office of Jyotiraditya Scindia) pic.twitter.com/xO7F4o51d2
— ANI (@ANI) December 7, 2024
প্রসঙ্গত, শুক্রবার ভারত মণ্ডপে তিনদিন ব্যাপী অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎসব আয়োজনের কারণ উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি, ঐতিহ্যবাহী শিল্প, কারুশিল্পের প্রচার ও প্রসার। গোটা পৃথিবীর কাছে ঐতিহ্য তুলে ধরার জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নাম দিয়েছেন ‘অষ্টলক্ষ্মী’।
দেখুন আরও খবর: