নয়াদিল্লি: ধর্মীয় অসদাচরণ করার অভিযোগে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বাথরুম পরিষ্কারের শাস্তি দেওয়া হল! ‘অকাল তখত’ শিখদের সর্বোচ্চ ধর্মীয় কমিটি (Highest temporal body of Sikhs)। ওই কমিটি পাঞ্জাবের (Punjab) প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে অমৃতসরের স্বর্ণ মন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের (Sukhbir Badal) রান্নাঘর এবং বাথরুম পরিষ্কার করার শাস্তি দিল। মঙ্গলবারই সেই কাজ করতে বলা হয়েছে ওই প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সাংসদকে। পা ভেঙে এখন হুইলচেয়ারে চলাফেরা করছেন সুখবীর। ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রামরহিম শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিলেন বলে অভিযোগ। সুখবীরসিং বাদল ওই ডেরা প্রধানকে ক্ষমা করার জন্য তাঁর প্রভাব ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। সুখবীরের বাবা প্রয়াত প্রকাশ সিং বাদল পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। সুখবীর তাঁর ভুল স্বীকার করে ‘অকাল তখত’-এর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরে এই সাজা ঘোষণা। এর আগে ধর্মীয় অসদাচরণের জন্য ‘তানখাহ’ ঘোষণা করা হয়েছিল সুখবীরকে। সোমবার, ২ ডিসেম্বর (২০২৪) একটি জাতীয়স্তরের বৈদ্যুতিন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পঞ্জাবে ক্ষমতায় থাকাকালীন (শিরোমণি আকালি দল) দলের দ্বারা করা ভুলের জন্য “ধর্মীয় অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়। সুখবীর বাদলকে অগস্টে অকাল তখত দ্বারা “তানখাহ” ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, ২০০৭ সালে গুরমিত রামরহিম শিখ গুরুদের মতো পোশাক পরেছিলেন এবং একটি অনুষ্ঠান করেছিলেন।
আরও পড়ুন: দাম কমিয়ে আদানি’র থেকেই বিদ্যুৎ কিনতে চায় বাংলাদেশ?
দেখুন অন্য খবর: