কলকাতা: ‘জাগো বাংলা’র সম্পাদকের পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। যদিও তৃণমূল সাংসদের ইস্তফাপত্র নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কিছু জানানো হয়নি। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় একাধিক পোস্ট করে দলের অন্দরের অস্বস্তি কিছুটা বাড়িয়েছিলেন সুখেন্দুশেখর। সঠিক বিচারের দাবিতে, তিনি সিবিআইকে চিঠিও লিখে সিপি বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন।তা নিয়ে কম সমালোচলাও হয়নি। এসবের পর সোমবার রাতে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র (Jago Bangla) সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
অন্য খবর দেখুন