কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই বৈঠকে জাতীয় কর্ম সমিতির (TMC Naional Working Committee Meeting) ২৩ জন সদস্যের মধ্যে ২২ জন আমন্ত্রিত। উল্লেখযোগ্য ভাবে সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) ডাক পাননি। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর জি করের ঘটনার সময় বেশ কিছু বিষয়ে দলের প্রশাসনিক কর্মপদ্ধতি নিয়ে খুলেছিলেন সুখেন্দুশেখর। তারপর থেকেই দল আমার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ইন্ডিয়া জোটের নেত্রী হন মমতা, কল্যাণের মন্তব্যে বিতর্ক
দলকে সাংগঠনিক দিক দিয়ে শক্ত করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেই আলোচনাও হতে পারে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই রণকৌশল সাজাতে একাধিক বিষয় আলোচনা হতে পারে এই বৈঠকে।
উল্লেখ্য তৃণমূলের অন্দরে বেশকিছুদিন ধরে নবীন-প্রবীনের দ্বন্দ্ব দেখা দিয়েছে। একাধিকবার প্রকাশ্যে শীর্ষ নেতাদের দলেরই একাংশের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছে। যা নিয়ে রাজ্য রানীতিতে চর্চার শেষ নেই। এই নবীন-প্রবীনের দ্বন্দ্ব দলের মাথা ব্যাথার কারণ হয়েছে দাঁড়িয়েছে। বৈঠকে এই নিয়েও আলোচনা হতে পারে।
এই বৈঠকে লোকসভা এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল হবে তা নিয়ে দিক নির্ণয় করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই বৈঠকে সাংগঠনিক কিছু রদবদল নিয়ে আলোচনা হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক রদবদল নিয়ে একটি তালিকা দলনেত্রীকে দিয়েছেন। সেই তালিকায় বেশ কিছু কাট ছাট হতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও প্রশাসনিক বেশ কিছু পরিবর্তন মুখ্যমন্ত্রী আমি কিছুদিনের মধ্যে করবেন সে নিয়েও কিন্তু আলোচনা হতে পারে এই বৈঠকে। কলকাতা সহ যে পৌর নিগম গুলি আছে সেখানে কোন পরিবর্তন এই মুহূর্তে হচ্ছে না। কিন্তু বেশ কিছু পুরসভা তে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দলনেত্রী আগেই জানিয়েছেন প্রশাসনিক পর্যায়ে পুলিশের বেশ কিছু জায়গায় রদবদল হবার সম্ভাবনা রয়েছে।
অন্য খবর দেখুন