কলকাতা: চারদিকে বিয়ের মরসুম। পিছিয়ে নেই টলিপাড়াও। সোমবার বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এদিকে আগামী ১৫ ডিসেম্বর দর্শনা বণিকের গলায় মালা দেবেন সৌরভ দাস। তবে তার আগেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পাত্র বহুদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়। প্রায় দু’বছর সম্পর্কে রয়েছেন সন্দীপ্তা-সৌম্য। অবশেষে সেই সম্পর্ক শুভ পরিণয়ের দিকে এগোচ্ছে বলে উচ্ছ্বসিত অভিনেত্রী।
২ ডিসেম্বর আংটি বদলের অনুষ্ঠান রয়েছে। ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা-সৌম্য। বিয়ের আগে আংটি বদলের দিন লেহেঙ্গা পরার কথা ভেবেছেন পাত্রী। তার সঙ্গে ম্যাচিং করেই ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরবেন পাত্র।
সন্দীপ্তা এবং সৌম্যের বিয়েতে পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক। বিয়ের অনুষ্ঠানে গোলাপি রঙের বেনারসি পরবেন সন্দীপ্তা। তবে জাঁকজমক নয়, পুরনো দিনের স্টাইলের বেনারসি পরার ইচ্ছে রয়েছে তাঁর। সেই মতো প্যাস্টেল শেডের পোশাক পরবেন সৌম্য।