মার্কিন যুক্তরাষ্ট্র: পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে, যেগুলি সুন্দর হলেও ভয়ঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি জায়গা রয়েছে, যেখান থেকে চোখ ফেরানো মুশকিল। কিন্তু এই জায়গার নীচেই লুকিয়ে রয়েছে এমন এক প্রাকৃতিক দানব, যা পুরো উত্তর আমেরিকা মহাদেশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আসলে আমরা ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের (Yellowstone National Park) কথা বলছি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত জাতীয় উদ্যান, যা প্রকৃতির দ্বারা সৃষ্ট এক অসাধারণ সুন্দর স্থান। ১৮৭২ সালে প্রতিষ্ঠিত এটি বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি লাভ করে।
আরও পড়ুন: অন্ধকার মহাকাশ থেকে ভেসে এল বার্তা! চমকে উঠলেন বিজ্ঞানীরা, কি এমন ঘটল?
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং, মন্টানা এবং আইডাহো – এই তিনটি রাজ্যের প্রায় ৮,৯৮৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই ভয়ঙ্কর সুন্দর উদ্যান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭৩৩ ফুট উচ্চতায় অবস্থিত এই উদ্যানের ভেতরে রয়েছে পর্বতমালা, নদী, জলপ্রপাত এবং বিখ্যাত ইয়েলোস্টোন হ্রদ। ইয়েলোস্টোন হ্রদটি একটি বিশাল ক্যালডেরার উপর অবস্থিত, যা একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হয়েছে। আসলে এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত। এর ভূগর্ভে রয়েছে একটি বিশালাকৃতি ম্যাগমা চেম্বার। এই কারণেই এখানে প্রচুর উষ্ণ প্রস্ববন দেখা যায়।
এসবের পাশাপাশি, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে। বাইসন, এল্ক, মুজ, গ্রীজলি ভাল্লুক এবং নেকড়ের দেখা মেলে এখানে। এছাড়াও এই উদ্যানে অনেক প্রজাতির পাখি এবং মাছও রয়েছে। এইসব কারণে এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। ইয়েলোস্টোন উদ্যান প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। তবে সম্পূর্ণ উত্তর আমেরিকা মহাদেশের কাছে বিপদের কারণ হতে পারে এই সুন্দর উদ্যান। কারণ ভবিষ্যতে যদি এই সুপ্ত আগ্নেয়গিরি ফের জেগে ওঠে, তাহলে এর থেকে যে লাভা বেরোবে, তা প্রায় ১,৬০৯ কিলোমিটার ছড়িয়ে পড়বে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ একাধিক দেশ প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই সুন্দর হলেও ইয়েলোস্টোন জাতীয় উদ্যানকে ভয়ঙ্কর আখ্যা দেওয়াই যায়।
দেখুন আরও খবর: