নয়াদিল্লি: অস্ত্র আইন কার্যকর করতে রাষ্ট্রীয় ব্যর্থতায় কঠোর নিদান সুপ্রিম কোর্টের। বেআইনি অস্ত্র রুখতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য আলাদা কমিটি গঠন আদালতের (Supreme Court)।
দেশের সর্বত্র বেআইনি কারখানায়, ওয়ার্কশপে যথেচ্ছ বেআইনি অস্ত্র তৈরি হচ্ছে। যে অস্ত্র সমাজের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। অথচ ১৯৫৯ সালের অস্ত্র আইন এবং ২০১৬ সালের অস্ত্র বিধি যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না। তাই প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিশেষ কমিটির গঠন সুপ্রিম কোর্টের। আদালত মনে করে বেআইনি অস্ত্র তৈরি, হেফাজতে রাখা, বিক্রি, পরিবহণ ইত্যাদির ক্ষেত্রে প্রত্যেক রাজ্যের কড়া নজরদারি অবিলম্বে প্রয়োজন।
আরও পড়ুন: প্রেমে চুমু খাওয়া অপরাধ নয়, জানাল মাদ্রাজ হাইকোর্ট
দেশি অস্ত্রসহ লাইসেন্সহীন অস্ত্রের ব্যবহার রুখতে রাজ্যগুলি কী ও কেমন ব্যবস্থা নিয়েছে, তা আগে হলফনামা মারফত স্বতঃপ্রণোদিত মামলায় জানতে চেয়েছিল আদালত। অস্ত্র আইন বা বিধি বা অন্য কোনও আইন অনুযায়ী বেআইনি অস্ত্রের বিরুদ্ধে রাজ্যগুলি কত সংখ্যক অভিযোগ দায়ের করেছে এবং তার ফল সেখানে উল্লেখ করতে বলা হয়েছিল। সেইমতো রাজ্যগুলি সহ কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রের বক্তব্যের ভিত্তিতে আদালত বান্ধব ২৯ অক্টোবর পরিস্থিতি সামলানোর স্বার্থে সম্ভাব্য প্রতিবিধান সহ রিপোর্ট পেশ করেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিচালনা রাজ্যের বিষয়। তাই ওই আইন অনুযায়ী পদক্ষেপ করার দায় ও দায়িত্ব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। যদিও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বেআইনি অস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পদক্ষেপ করে চলেছে। জানায় কেন্দ্রীয় সরকার। স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন ছাড়াও অস্ত্রশস্ত্রের চোরাচালানের ফলে সমাজের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান। যা যথেষ্ট উদ্বেগজনক।
দেখুন অন্য খবর: