নয়াদিল্লি: বাসভবন খালি করেননি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Ex-CJI DY Chandrachud )। বাড়ি খালি করার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত বছর ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু দীর্ঘ আটমাস কেটে গেলও এখনও সরকারি আবাসন খালি করেননি প্রাক্তন বিচারপতি (DY Chandrachud bungalow controversy)। তা নিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিল শীর্ষ আদালত।
দিল্লির ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের আবাসন দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট। নির্ধারিত সময়ের পরেও সরকারি বাসভবন ছাড়েননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়! প্রাক্তন প্রধান বিচারপতি বাড়ি খালি করাতে কেন্দ্রকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটি খালি করার আর্জি জানানো হয়েছে। যদিও এ বিষয়ে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, ব্যক্তিগত পরিস্থিতির কারণে এই বাসভবন ছাড়তে তাঁর দেরি হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও জানানো হয়েছে।
আরও পড়ুন: দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি
দিল্লির ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের আবাসন দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট। ২০২৪ সালের ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের কার্যকালের মেয়াদ শেষ হয়েছিল। অভিযোগ, এ ক্ষেত্রে অবসর গ্রহণের ছ’মাস পরেও টাইপ এইট বাংলোতে থাকছেন প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়। অবসর নেওয়ার পরে ছ’মাস পর্যন্ত তিনি সরকারের টাইপ সেভেন বাংলোতে থাকতে পারেন। সরকারি নিয়ম অনুযায়ী, একজন প্রধান বিচারপতি টাইপ এইট শ্রেণির বাংলো পেয়ে থাকেন। ১ জুলাই কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মেয়াদ শেষের পরেও প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় কৃষ্ণ মেনন মার্গের ৫ নম্বর বাংলোটিতে বসবাস করছেন। কিন্তু নিময় অনুযায়ী, তিনি আর সেখানে বসবাস করতে পারেন না। সুপ্রিম কোর্ট সেখানে তাঁকে আর বসবাসের কোনও অনুমতি দেওয়া হয়নি। তাই দেরি না করে অবিলম্বে তিনি যেন সেই আবাসন খালি করে দেন।
দেখুন ভিডিও