নয়াদিল্লি: পঞ্জাব (Punjab) পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) স্থগিতাদেশ নয়। অভিযোগ শুনতে যদিও রাজি সুপ্রিম কোর্ট (Supreme Court)।
পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের ছায়া। মনোনয়নপত্র দাখিলের সময় থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগে হাজারেরও বেশি অভিযোগ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। আগে নির্বাচনে স্থগিতাদেশ দিলেও সোমবার তা প্রত্যাহার হাইকোর্টে। সেই সূত্রে মামলা সুপ্রিম কোর্টে। নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে স্থগিতাদেশ দেওয়া যায় না। স্থগিতাদেশ দেওয়ার অর্থ ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা। মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও অস্বাভাবিক। মন্তব্য মামলাকারীর আইনজীবীর।
আরও পড়ুন: মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর সমাধান সূত্র অধরা
আমরা নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিই। গণতন্ত্রে নির্বাচনে স্থগিতাদেশও অস্বাভাবিক ব্যাপার। বিষয়টি ইলেকশন পিটিশন দ্বারা চ্যালেঞ্জ করা যেতে পারে। না হলে আগামীকাল কেউ সংসদীয় নির্বাচনে স্থগিতাদেশ চাইবেন। একবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর স্থগিতাদেশ জারি করলে পরিস্থিতি কেমন হতে পারে তা কল্পনা করার চেষ্টা করুন। মন্তব্য প্রধান বিচারপতির।
দেখুন অন্য খবর: