নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) বার অ্যাসোসিয়েশনের ভর্ৎসনা কপিল সিব্বলকে (Kapil Sibbal)। নিজস্ব অভিমত বার অ্যাসোসিয়েশনের নামে ও স্বাক্ষর সহ প্রকাশ করায় বিপাকে সিব্বল। ২১ আগস্ট তারিখে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নামে যে প্রস্তাব সিব্বল প্রকাশ করেছেন, তা সংগঠনের অন্যান্য সদস্যদের সম্মতি ছাড়াই। অভিযোগ বার সদস্যদের।
বারের এক্সিকিউটিভ কমিটির সামনে বিষয়টি আদৌ পেশ করা হয়নি। বাকি সদস্যদের সম্মতির তোয়াক্কা করা হয়নি। অভিযোগ এনেছেন অন্যরা। আপনার প্রকাশ করা ও প্রস্তাবের সঙ্গে বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরা সহমত পোষণ করছেন না। আপনার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হচ্ছে। ওই সদস্যদের স্বাক্ষরিত চিঠিতে অভিমত।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কারামন্ত্রীর বক্তব্য, ধৃত সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়
প্রসঙ্গত আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে সিব্বলের ব্যক্তিগত অভিমত ওই প্রস্তাবে প্রকাশ পেয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য সিব্বল রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের সাওয়াল করছেন। এক্সিকিউটিভ কমিটির সদস্যরা জানিয়েছেন, ঐ খুন ও ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবার ও ডাক্তারদের সুবিচার পাওয়ার দাবির সঙ্গে তাঁরা সহমত। যাঁরা ওই ঘটনায় দোষী, তাদের দ্রুত বিচার হবে বলে তাঁরাও আশা প্রকাশ করছেন।
আরও খবর দেখুন