নয়াদিল্লি: পর পর দুদিন আরজি কর (RG Kar) মামলা পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ হল। এদিন সুপ্রিম কোর্টে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ পেশ। ওই রিপোর্ট সব রাজ্যের মুখ্য সচিবকে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। দুটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হয় এদিন। যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ রিপোর্টে। হাসপাতাল কর্মীদের সুরক্ষায় এনটিএফের অ্যাকশন প্ল্যান তৈরি। সুপারিশ সম্পর্কে দেশের সব রাজ্য সরকারকে অভিমত দিতে নির্দেশ দয় আদালত।
আরও পড়ুন: কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট সরকার কতদিন স্থায়ী হবে?
দুটি বিষয়কে কেন্দ্র করে এন টিএফ এর সুপারিশগুলি আবর্তিত হয়েছে। ১. চিকিৎসা কর্মীদের প্রতি হাঙ্গামা রোখার উপায় ও পদ্ধতি এবং তাঁদের জন্য নিরাপদ কাজের পরিবেশ প্রদান। ২. ইন্টার্ন, রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, ডাক্তার, নার্স এবং সব চিকিৎসা কর্মীদের নিরাপদ কাজের পরিবেশ দানের শর্ত নিশ্চিত করার জন্য জাতীয় নীতি রূপায়ণের প্রচেষ্টা চলবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি কে? নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে-
১. হাই রিস্ক এলাকায় নজরদারি, ২ সিসিটিভির নজরদারি বৃদ্ধি, ৩ স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় সাধনে প্রয়োজনে দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করা, ৪ প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন, ৫ প্রতিটি হাসপাতালে সিকিউরিটি কমিটি স্থাপন, ৬, চিকিৎসা ব্যবস্থার যুক্ত নন এমন প্রত্যেকের ক্ষেত্রে নজরদারি ও প্রেক্ষাপট যাচাই করার ব্যবস্থা তৈরি করা। এই প্রসঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। টাস্ক ফোর্স এ-ও পরামর্শ দিয়েছে যে, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিতে হবে।
অন্য খবর দেখুন