দিল্লি: আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত আপ নেতা মণীশ সিসোদিয়া এবার জামিনের শর্ত লঘু করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। তাঁর হয়ে আদালতে এই দাবি তোলেন তাঁর আইনজীবী এএম সিংভি। তিনি এদিন বেঞ্চের সামনে বলেন, “মণীশ সিসোদিয়া একজন সম্মানীয় ব্যক্তি। তিনি ইতিমধ্যে এই দাবি নিতে ৬০ বারের বেশী আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁকে জামিনের যেসব শর্ত দেওয়া হয়েছে, সেইসব শর্ত আর তো কোনও অভিযুক্তকে দেওয়া হয়নি।” উল্লেখ্য, সিবিআই ও ইডির মামলায় অভিযুক্ত মণীশের জামিনের শর্ত লঘু করার দাবিতে দু’টি আবেদনের শুনানি হয় বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে নোটিশ জারি করার কথা জানিয়ে দু’সপ্তাহ পর পরবর্তী শুনানিতে জামিনের শর্ত ঘোষণা করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।
আরও পড়ুন: আপের প্রথম প্রার্থী তালিকায় কংগ্রেস ও বিজেপি ছেড়ে আসা ৬ জন
প্রসঙ্গত, গত বছর ২৬ শে ফেব্রুয়ারি দুর্নীতি দমন আইনের আওতায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। এরপর সেই বছরের ৯ মার্চ এই আপ নেতাকে আর্থিক তছরূপ দমন আইনের আওতায় গ্রেফতার করে ইডি। এই একজোড়া মামলায় তাঁকে জামিন দেওয়া হয়। তবে জামিনের প্রধান শর্তে বলা হয়েছিল, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে ১১ টার মধ্যে সিসোদিয়াকে তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে। এর আগে ১৭ মাস জেলে কাটাতে হয় তাঁকে এরপর গত আগস্ট মাসে এই আপ নেতাকে শর্তসাপেক্ষ জামিন দেয় সুপ্রিম কোর্ট। এবার সেইসব শর্ত লাঘব করার দাবি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন এই নেতা।
দেখুন আরও খবর: