নয়াদিল্লি: স্পর্শকাতর বিষয়। তাই বলবন্ত সিং (Balwant Singh Rajoana)-এর ক্ষমা প্রার্থনার আবেদনে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রার্থনা কেন্দ্রের। চার সপ্তাহের জন্য শুনানি মুলতুবি সুপ্রিম কোর্টে (Supreme Court)।
বাব্বর খালসা সন্ত্রাসবাদী এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং সহ ১৪ জনের হত্যাকাণ্ডে ফাঁসির সাজা প্রাপ্ত বলবন্ত সিং রাজওয়ানার ক্ষমা ভিক্ষার আবেদন দীর্ঘদিন ধরে অমীমাংসিত। সেই কারণে সাজা থেকে ছাড় পাওয়ার জন্য আসামি সুপ্রিম কোর্টের দ্বারস্থ।
আরও পড়ুন: নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্রভাবীদের পাত্তাই দিলেন না ভোটাররা?
রাষ্ট্রপতির কাছে বিবেচনাধীন আসামির আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য ১৮ নভেম্বর নির্দেশ দেয় বিচারপতি বি আর গাভাই, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কেবি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। যদি তা সম্ভব না হয় তাহলে আসামিকে অন্তর্বর্তী ছাড় দেওয়ার কথা আদালত বিবেচনা করবে বলেও জানানো হয়। কিন্তু কেন্দ্রের তরফে আদালতকে অনুরোধ করা হয়, এই নির্দেশ যেন স্বাক্ষরিত হয়ে ওয়েবসাইটে তোলা না হয়। কারণ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সেই অনুরোধকে মান্যতা দিয়েছে আদালত।
দেখুন অন্য খবর: