নদিয়া, সন্তু সাহা: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় চাকরি হারিয়েছেন কালিগঞ্জ ব্লকের (Kaligange Block) মীরা হাই স্কুলের (Meera High School) ১১ জন শিক্ষক (Teacher)। সেই সঙ্গে চাকরি গিয়েছে আরও দুজন গ্রুপ ডি কর্মচারীর (Group E Employee)।
ফলে ওই স্কুলে ঘন্টা বাজানোর লোকও থাকল না। রায় ঘোষণা হওয়ার পর থেকেই তাঁরা আর স্কুলে না আসায় পড়াশোনা বন্ধ হতে চলেছে। একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়াই চরম বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত কর্মীকে ডেকে এনে ঘন্টা বাজাতে হচ্ছে।
আরও পড়ুন: চাকরি হারিয়েছেন ৩৫০ জন শিক্ষক শিক্ষিকা, বন্ধের মুখে বিভিন্ন স্কুল
জানা গিয়েছে মীরা হাইস্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ১৭৬০ জন। স্কুলে মোট ৩৮ জন শিক্ষক এবং পাঁচ জন অশিক্ষক কর্মী ছিলেন। যার মধ্যে রসায়ন, ইতিহাস, ইংরেজির, একজন করে শিক্ষক এবং অংক, বাংলা, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানের দুজন করে মোট ১১ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। সেই সঙ্গে দুজন গ্রুপ ডি-র কর্মীকেও চাকরি হারাতে হয়েছে তারাই স্কুলে ঘন্টা বাজানোর কাজ করতেন। ঘন্টা বাজানোর লোক না থাকায় সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে।
বাধ্য হয়েই সদ্য অবসরপ্রাপ্ত কর্মীকে ডেকে এনে ঘন্টা দেওয়া হচ্ছে। রসায়ন বিভাগের মাত্র একজন শিক্ষক ছিলেন, তাঁর চাকরি চলে যাওয়ায় একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিভাগের পড়াশোনা লাটে উঠেছে।
দেখুন অন্য খবর: