নয়াদিল্লি: দূষণহীন শিল্প চিহ্নিতকরণ ও তার সংজ্ঞা নির্ধারণে সিপিসিবি ও বিশেষজ্ঞদের পরামর্শে পদক্ষেপ করতে নিরিকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।
ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটকে দূষণহীন শিল্প চিহ্নিতকরণ ও তার সংজ্ঞা নির্ধারণের নির্দেশ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং উপযুক্ত বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে তিন অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।
আরও পড়ুন: ডায়ালিসিসের উদ্বোধনকে ঘিরে দেবকে তোপ কুণালের, পাল্টা অভিনেতার
বিতর্কের সূত্রপাত তাজ ট্রাপিজিয়াম জোন নির্মাণ প্রসঙ্গে। আগ্রা-জলেশ্বর-এটা সড়ক প্রকল্পের সঙ্গে যা সম্পর্কযুক্ত। বিপুল এই প্রকল্প সূত্রে অজস্র গাছ কাটা পড়ার সম্ভাবনা। উত্তরপ্রদেশ সরকার যতক্ষণ না বিকল্প বৃক্ষরোপণ প্রকল্প কার্যকর করতে উপযুক্ত পদক্ষেপ করছে, ততক্ষণ ওই সড়ক প্রকল্পে অনুমতি নয়। জানিয়েছে আদালত।
৩৮ হাজার ৭৪০ টি গাছ রোপন করার কথা হলফনামায় জানিয়েছে রাজ্য। কিন্তু সেই মতো কাজ এখনো শুরু হয়নি। সেই কাজ শুরু না হলে প্রার্থনা মত ২০১৮ টি গাছ কাটা যাবে না। এদিকে প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত সিইসি 2018 টি গাছের কথা উল্লেখ করলেও রাজ্য ৩৮৭৪টি গাছ কাটার অনুমতি চেয়েছে। বিষয়টির উল্লেখ করে আদালত জানিয়েছে, যথাসম্ভব কম গাছ কেটে, প্রয়োজনে স্থানান্তরকরণের উদ্যোগ নিতে হবে।
আরও খবর দেখুন