চণ্ডীগড়: পঞ্জাবের(Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত বলবন্ত সিং রাজওয়ানার(Balwant Singh Rajwana) দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত(Supreme Court)। আদালত স্পষ্ট করে দিয়েছে সার্বিক শুনানি না করে কোনও অন্তর্বর্তী ছাড় দেওয়া হবে না।
আগামী ১৮ নভেম্বর ফাঁসি হওয়ার কথা খালসা সন্ত্রাসবাদী ৫৭ বছরের বলবন্ত সিং রাজওয়ানার। বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ মামলার পর্যবেক্ষণে দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছেন।
কে এই বলবন্ত সিং রাজওয়ানার? দীর্ঘ ২৯ বছর জেলবন্দী এই বলবন্ত। ১৯৯৬ সালে বোমা বিস্ফোরণের মামলায় প্রথম গ্রেফতার করা হয় তাকে। ১৫ বছর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ’
১৭ বছর ৮ ফুট বাই ১০ ফুটের এক নিভৃত কক্ষে বন্দী জীবন কাটছে এই বলবং সিং রাজওয়ানার। অন্য অভিযুক্তদের সাজা যাবজ্জীবনে পরিণত হলেও তার আবেদন পড়ে আছে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন এক বছর চার মাস পড়ে থাকায় মৃত্যুদণ্ড রদ করার আবেদন সওয়াল মামলাকারীর।
১৯৯৫ সালের ৩১ আগস্ট চণ্ডীগড় সচিবালয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং সহ ১৬ জনের। পঞ্জাবের তৎকালীন পুলিশ কনস্টেবল এই রাজওয়ানা সহ অন্য অভিযুক্তদের সিবিআই তদন্ত সাপেক্ষে ২০০৭ সালের ২৭ জুলাই সাজা ঘোষিত। অপারেশন ব্লুস্টার এবং ১৯৮৪ সালে দিল্লিতে শিখবিরোধী হাঙ্গামার প্রতিক্রিয়ায় ওই বিস্ফোরণের পরিকল্পনা।
দেখুন অন্য খবর: