নয়া দিল্লিঃ ২০২০-র দিল্লি দাঙ্গায় ইউএপিএ (UPA) আইনে অভিযুক্ত সার্জিল ইমামের জামিনের আবেদন নাকচ সুপ্রিম কোর্টে (Supreme Court)। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) জামিনের আবেদন বিচারাধীন থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের আইন অনুসরণে ফের একই আবেদন গ্রহণযোগ্য নয়, বিচারপতি বেলা এম ত্রিবেদী (Bella M Tribedi) ও বিচারপতি এস সি শর্মার। হাইকোর্ট তাঁর জামিনের আবেদনের দ্রুত শুনানি করছে না। সেই কারণেই সুপ্রিম কোর্ট আসা। এখানে জামিনের আবেদন মুখ্য নয়। সাফাই ইমামের আইনজীবীর। দিল্লি হাইকোর্টকে আবেদনটির দ্রুত শুনানির সুপ্রিম নির্দেশ।
আরও পড়ূনঃ সুপ্রিম ধাক্কা মধু কোডার, জামিনের সাজা স্থগিত
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের ভাষণ সমাজে অশান্তির সৃষ্টি করে। হাঙ্গামায় উস্কানি দেয়। যা দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক একতার পরিপন্থী। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি কারকারদুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক এমনি অভিমত দিয়ে ইমামের আবেদন খারিজ করেন। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন। পরে সেখানেই আবেদনটির দ্রুত শুনানির আবেদন খারিজ হতে ইমাম সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, সিটিজেনশিপ আমেন্ডমেন্ট আইন বিরোধী উস্কানিমূলক, উত্তেজক ভাষণ দেওয়ার জেরে দিল্লি ও অন্যান্য রাজ্যে হাঙ্গামা। সেই অভিযোগ সূত্রে, ২০২০ সালের জানুয়ারিতে ইমাম গ্রেফতার।
দেখুন আরও খবরঃ