নয়াদিল্লি: ভেজাল ঘি ছিল না তিরুপতির লাড্ডুতে। ল্যাব রিপোর্টের প্রাথমিক রিপোর্ট দেখে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। তদন্তাধীন বিষয় নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের। বাতিল ঘিয়ের স্যাম্পেল থেকে পরীক্ষার ভিত্তিতে ওই অভিযোগ বলে প্রাথমিক তদন্তে প্রকাশ।
এই বিতর্কে কেন্দ্রীয় সরকারের তদন্তের প্রয়োজন আছে কি না জানতে চায় বিচারপতি বি আর গাভাই-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিং
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অজস্র ভক্তের আবেগে আঘাত করেছে এই অভিযোগ। পূর্ববর্তী রাজ্য সরকারের আমলে তিরুপতিতে গরুর চর্বি, মাছের তেল মিশ্রিত লাড্ডু তৈরির অভিযোগ আনেন বর্তমান মুখ্যমন্ত্রী নাইডু। যদিও তিরুপতির এক শীর্ষকর্তা জানিয়েছিলেন, সেখানে কখনও ভেজাল ঘি ব্যবহৃত হয় না। মন্তব্য আদালতের।
রাজ্য সরকার এবং তিরুমালা তিরুপতি দেবস্থানমের কিছু পদক্ষেপ নিয়ে আদালত প্রশ্ন তুলে জানিয়েছে, আমরা আশা করি ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখা হবে।
আরও খবর দেখুন