দিল্লিঃ বিচার ছাড়া দীর্ঘদিন কেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়? আজ আর্থিক দুর্নীতি মামলায় প্রশ্ন করল শীর্ষ আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে। আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। আর তখনই ইডি-র ভূমিকায় উষ্মা প্রকাশ করেন দুই বিচারপতি। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি চলাকালীন দুই বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন একজন অভিযুক্তকে দীর্ঘ সময় ধরে হেফাজতে রাখার বিষয় নিয়ে।
আরও পড়ুনঃ দলবিরোধী মন্তব্য, হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল
আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় ইডি-র দায়ের করা মামলায় অভিযুক্তদের সাজার হার কম বলে উল্লেখ করেন বিচারপতির দুই বেঞ্চ। এদিন বেঞ্চের পক্ষ থেকে বলা হয় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি কলকাতা হাইকোর্টে বিচার প্রক্রিয়া করানোর সিদ্ধান্ত দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে।
এদিন শুনানি পর্বে বিচারপতি মুকুল রোহতগি বলেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষায় আর্থিক দুর্নীতির দায়ে ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন। আর তারপর থেকে কেটে যায় প্রায় ২.৫ বছর। কিন্তু এখনও মামলার বিচার প্রক্রিয়া তেমন এগোয়নি বলে উল্লেখ করেন তিনি।
বিচারপতির পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান বয়েস ৭৩। এই মামলার অবিলম্বে শুনানি শেষ হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ যত দিনের সাজা (সাত বছর) হতে পারে তার তিন ভাগের একভাগ সময় ইতিমধ্যেই তিনি জেলে কাটিয়ে ফেলেছেন। অন্যদিকে মামলায় সাক্ষীর সংখ্যা ১৮৩। যাঁর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়, সেই অর্পিতা চট্টোপাধ্যায় সহ এই মামলায় বেশ কয়েকজন অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন। অথচ তাঁর হেফাজত থেকে কিছুই উদ্ধার হয়নি। কিন্তু তিনি এখনও জেলে বন্দি। সুপ্রিম কোর্টে জানান পার্থর আইনজীবি।
দেখুন অন্য খবর