নয়াদিল্লি: দিল্লির (Delhi) দূষণ (Pollution) পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও উন্নতি নেই। ফলে ক্রমশই ধোঁয়াশার গ্রাসে ডুবে যাচ্ছে রাজধানী। মাঝখানে অবস্থার একটু উন্নতি হলেও সেই এক অবস্থা। দিল্লির দূষণের মাত্রা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত (Supreme Court) ।
সরকারের দেওয়া রিপোর্ট নিয়ে যে আদালত খুশি নয়, তা আগেই ইঙ্গিত দিয়েছিল। এবার দিল্লি সহ রাজধানীর অঞ্চলগুলিকে সারাবছর আতশবাজি (FireWorks) নিষিদ্ধ করার বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সরকারকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে খারিজ ‘জয় বাংলা’
কারণ সামনেই বর্ষবরণ। নতুন বছরকে শুভেচ্ছা জানাতে ফের খুশিতে মেতে উঠবে রাজধানী। আতশবাজি পোড়ানো হবে, ফলে যেটুকু উন্নতি হয়েছিল তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাই এবার আরও কড়া অবস্থান নিল আদালত।
তবে আগেই অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা আগে থেকেই জারি রয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে দূষণ মামলার শুনানি ছিল। দিল্লি সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি কেনো এখনও সারা বছর বাজি নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি তা জানতে চায় আদালত। সুপ্রিম কোর্টের অভিমত, বায়ু ও শব্দদূষণ বন্ধেও আতশবাজি নিষিদ্ধ করা প্রয়োজন। বাজি প্রস্তুতি, মজুত রাখা, বিক্রি এবং বিতরণের উপরেই নিষেধাজ্ঞা চাইছে শীর্ষ আদালত।
দেখুন অন্য খবর: