নয়াদিল্লি: বিদ্রোহ করে শরদ পওয়ার (Sharad Pawar) শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। বিজেপির সঙ্গে জোট করে মহারাষ্ট্রের ভোটে শরদ পওয়ারের এনসিপির (NCP) বিরুদ্ধে সরাসরি লড়াই করছেন। অথচ কাকার ছায়া থেকে এখনও বের হতে পারেননি। এখনও না কি ভোটে কাকার নাম ভাঙিয়ে খাচ্ছেন তিনি। কাকার ছবি ব্যবহার করছেন। এবার শরদ পওয়ারই আদালতের দ্বারস্থ হন, যাতে অজিত তাঁর নাম, ছবি, প্রতীক ভোটে ব্যবহার না করতে পারেন। তাতেই অজিত গোষ্ঠীকে সুপ্রিম কোর্টের আহ্বান, নিজের পায়ে দাঁড়ান। মহারাষ্ট্রের নির্বাচনে শরদ পওয়ারের ফটো ও ভিডিও ব্যবহার না করবেন না। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিতর্ক কেন্দ্রিক মামলায় অজিত পাওয়ার গোষ্ঠীকে আসন্ন মহারাষ্ট্রের নির্বাচনে শরদ পাওয়ারের ছবি ও ভিডিও ব্যবহার না করতে আহ্বান আদালতের।
তাঁর দলের ঘড়ি চিহ্ন যেন অন্য কেউ ব্যবহার না করে। এমন আবেদন নিয়ে শরদ পাওয়ারের আবেদন। সেই সূত্রে এর আগে অজিত পাওয়ার গোষ্ঠীকে ‘ঘড়ি চিহ্নের সঙ্গে তাদের সম্পর্ক নেই’, এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ।
আরও পড়ুন: আধা সেনায় এই প্রথম সর্ব মহিলা রিজার্ভ ব্যাটেলিয়ন নিয়োগ করবে কেন্দ্র
ভোটে লড়ুন নিজস্ব আলাদা পরিচয়কে সামনে রেখে। সেই মতো দলীয় কর্মীদের নির্দেশ দিন। তারা যেন শরদ পাওয়ারের ছবি বা ভিডিও ব্যবহার না করে। অজিত পাওয়ার গোষ্ঠীর প্রতি মন্তব্য বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার। প্রসঙ্গত মহারাষ্ট্রের ৩৬ টি আসনে শরদ পাওয়ার ও অজিত পাওয়ার গোষ্ঠীর সরাসরি লড়াই হচ্ছে।
দেখুন অন্য খবর: