নয়াদিল্লি: প্রাথমিকের নিয়োগে ডিএলএড (WB Primary Teachers’ DElEd Case) প্রার্থীদের সুখবর দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকে নিয়োগ মামলায় (WB Primary Teachers’ DElEd Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের রায়, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় সেইসব প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। যাঁরা ওই শিক্ষাবর্ষে (২০২০-২০২২) ডিএলএডের প্রশিক্ষণ নিয়েছেন। ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন বলে শুক্রবার জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
২০২২ সালে প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। বিজ্ঞপিতিতে বলা হয়েছিল, ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র না পেলেও ২০২০-২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।যদিও পর্ষদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্টের তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ২০২০-২২ শিক্ষাবর্ষের যে প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, তাঁদের ২০২২ সালের জুনেই কোর্স শেষ হয়ে যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে হয়ে যাচ্ছে পরীক্ষাও। তাই তাঁরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। যদিও সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্জ জানিয়েদিয়েছিল, যতক্ষণ না তাঁরা শংসাপত্র পাচ্ছেন, ততক্ষণ তাঁদের যোগ্য বলে বিবেচনা করা যায় না।
আরও পড়ুন: সরকার থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি, সুপ্রিম রায়ের পর জানালেন এসএসসির চেয়ারম্যান
এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের নির্দেশে ৯৫৩৩ জন চাকরিতে যোগ দেন। কিন্তু বাকি ২২৩২টি পদে নিয়োগে অগ্রাধিকার কারা পাবেন সেই প্রশ্ন তুলে মামলা হয়। সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চে। শুক্রবার এই মামলায় রায় দিল সর্বোচ্চ আদালত। আদালতের রায়, ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন। এর ফলে ২,২৩২টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।
অন্য খবর দেখুন