নয়াদিল্লি: দিল্লিতে জল সঙ্কট (Delhi Water Crisis) চলছে। চড়া তাপমাত্রা। অস্বস্তিকর গরম। চরম সমস্যায় দিল্লিবাসী। এরই মধ্যে আদালতের কথায় হিমাচলপ্রদেশ সরকার জল সরবরাহ করছে। কিন্তু তাতেও মাফিয়ারাজের অভিযোগ উঠছে। জলের আকালে দিল্লিতে জলের ট্যাঙ্কার নিয়ে মাফিয়া রাজ। এই প্রেক্ষিতে দিল্লির আপ সরকারকে (AAP Government) হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। ওয়াটার ট্যাঙ্কার মাফিয়াদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছো? দিল্লি সরকারের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টে (Supreme Court)।
দিল্লিতে জল সঙ্কটে আদালতের ডাকে সাড়া দিয়ে হিমাচল প্রদেশ সরকার দিল্লিতে জল পাঠাচ্ছে। কিন্তু সেই জলের ট্যাঙ্কার দিল্লিতে পৌঁছচ্ছে না। প্রতি গ্রীষ্মেই এই একই জিনিস হয়ে চলেছে। প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে জল মাফিয়াদের দৌরাত্মের ছবি দেখা যাচ্ছে। এমন মন্তব্য সহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি প্রসন্ন ভারালের ডিভিশন বেঞ্চ হুঁশিয়ারি দিল দিল্লি সরকারকে।
আরও পড়ুন: ষষ্ঠীতে হনুমানের আতঙ্ক, শ্বশুরবাড়ি আসতে ভয় জামাইদের
দিল্লি সরকার ব্যর্থ হলে আদালত নিজেই দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। জানিয়েছে আদালত। জলের সব ট্যাঙ্কারগুলি দিল্লি চলো বোর্ডের। এমনটাই আদালতকে জানিয়েছে আপ সরকার।
আরও খবর দেখুন