নয়াদিল্লি: ধর্মান্তরকরণ প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) ‘সংখ্যাগুরু পরিণত হবে সংখ্যালঘুতে’-মন্তব্যকে অভূতপূর্ব বলে অভিমত দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ধর্মীয় সভায় গণহারে ধর্মান্তকরণ প্রক্রিয়া বন্ধ না করা গেলে ভারতের সংখ্যাগুরুরা কালক্রমে সংখ্যালঘুতে পরিণত হবে বলে অভিমত দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
সম্পর্কিত মামলার সঙ্গে এমন মন্তব্যের সম্পর্ক নেই বলে অভিমত দিল সুপ্রিম কোর্ট। তাই হাইকোর্টের ওই অভিমত অন্য কোনও মামলায়, হাইকোর্ট বা অন্যান্য আদালতে উল্লেখ করা যাবে না বলে নির্দেশ প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি মনোজ মিশ্রের।একই সঙ্গে উত্তরপ্রদেশ প্রহিভিশন অফ আনলফুল কনভারশন অফ রিলিজিয়ন অ্যাক্ট ২০২১ অনুযায়ী অভিযুক্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, নিজের গ্রামের বেশ কিছু মানুষকে দিল্লিতে নিয়ে গিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি।
আরও পড়ুন: মহালয়ের দিন মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের
আরও খবর দেখুন