নয়া দিল্লি: রাতারাতি কারোর বাড়ি ভেঙে দিতে পারে না সরকার। বেআইনি বুলডোজারের জেরে উত্তরপ্রদেশ সরকারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাস্তা সম্প্রসারণের কারণে আবাসিক বাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশ সরকারের তীব্র সুপ্রিম সমালোচনা।
ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের মহারাজগঞ্জ জেলায়। মনোজ টিব্রেওয়াল আকাশের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল প্রশাসন। তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা। অভিযোগকারীর বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ ছিল, দাবি সরকারের।
এভাবেই যোগীরাজ্যে অন্তত ১২৩টি নির্মাণ ভাঙা হয়েছে। শুধুমাত্র মাইকে ঘোষণা করে বলে অভিযোগ মামলাকারীর। এই প্রেক্ষাপটে অভিযোগকারীকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। এই অন্তর্বর্তী ক্ষতিপূরণ
ছাড়াও তিনি আইনি পথে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাওয়ার আবেদন করতে পারবেন বলে জানিয়েছে আদালত।
যে অফিসার ও ঠিকাদাররা এমন বুলডোজার কাণ্ডের পিছনে ছিলেন, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করার জন্য উত্তরপ্রদেশের মুখ্সচিবকে নির্দেশ। এমন পদক্ষেপে জড়িতদের বিরুদ্ধে যা পালন করতে হবে এক মাসের মধ্যে। দ্বিতীয়ত, সড়ক সম্প্রসারণের স্বার্থে জবরদখল উচ্ছেদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে আদালত। যা রাজ্যকে মেনে চলার নির্দেশ।
দেখুন আরও খবর: