নয়াদিল্লি: বিশেষভাবে সক্ষমদের (Disabled) আইনি অধিকার (Leagl Rights) সুরক্ষিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দিষ্ট বর্ষীয়ান অফিসার নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ।
রাইটস অফ পারসন্স উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট যথাযথ ভাবে পালন না করার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় আগামী বছরের ফেব্রুয়ারির মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের বহু রাজ্যকে নির্দিষ্ট বর্ষীয়ান অফিসার নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস বি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ।
শুনানিতে পেশ হওয়া তথ্য অনুযায়ী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড এই আইনের নির্দেশ যথাযথভাবে পালন করেছে। হিমাচল প্রদেশ, চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীর ছাড়া অন্যান্য রাজ্যগুলি এই নির্দেশ পুরোপুরি মানার আশ্বাস দেয়।
আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গে দেখা নেই শীতের! উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতেও বৃষ্টির সম্ভবনা
উল্লেখ্য, ২০১৪ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অভিযোগ আনে যে, ১৯৯৫ সালের আইনটি যথাযথভাবে কেন্দ্রীয় সরকার সহ বহু রাজ্য পালন করছে না। সেই সূত্রে ২০২০ সালের ৬ মার্চ সব সরকারকে হলফনামা পেশ করার নির্দেশ। তারপরেও নির্দেশ না পালন করার অভিযোগ ওঠায় এই বছরের জানুয়ারিতে অভিযুক্ত সরকারগুলিকে আট সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে বলা হয়।
দেখুন অন্য খবর: