নয়াদিল্লি: আইপিএস অফিসারের কারাবাসের নির্দেশে সুপ্রিম (Supreme Court) স্থগিতাদেশ। এম এস ধোনির (M S Dhoni) মানহানির মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে ১৫ দিনের কারাবাসের নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)।
আইপিএস সম্পথ কুমারের বিরুদ্ধে ধোনির আদালত অবমাননার মামলা। ধোনির মানহানির মামলায় অভিযুক্তের লিখিত বয়ান বিচার বিভাগের বিরুদ্ধে। সেই বয়ানের ভিত্তিতে ২৩ ডিসেম্বর অভিযুক্তকে কারাবাসের নির্দেশ।
আরও পড়ুন: গ্রেফতারির বিরুদ্ধে হেমন্ত সোরেনের আবেদনের শুনানি পিছোল
অভিযুক্ত সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলা।
২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধোনি বেটিং ও ম্যাচ ফিক্সিং-এ যুক্ত ছিলেন। একটি সর্বভারতীয় টিভি চ্যানেল সম্পথ কুমার ও অন্যান্যদের বিরুদ্ধে এই মন্তব্যের জেরে ধোনির মামলা।
আইপিএল বেটিং কেলেঙ্কারির তদন্তে কুমার যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে কেউ যেন মানহানিকর মন্তব্য না করেন বলে দাবি নিয়ে ধোনি আদালতে। সেই আবেদনকে মান্যতা দিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। নির্দেশ সূত্রে সেই চ্যানেল, কুমার ও অন্যান্যরা লিখিত বয়ান জমা দেন। সেই বয়ানে কুমার আবারও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ধোনির।
কুমার ক্ষমা চাইলে আদালত অবমাননার মামলা নয়। হাইকোর্টকে জানান ধোনি। কুমার তা করতে অস্বীকার করেন।
আরও খবর দেখুন