সিউড়ি: কংগ্রেস কর্মীর ছোড়া বোমায় আহত তৃণমূল নেতা। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হলো সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই বোমাবাজির ঘটনা বীরভূমের কেন্দুয়া পঞ্চায়েতের হারাইপুর গ্রামে। অভিযোগ, এলাকার কংগ্রেস কর্মীরা বোমাবাজির সঙ্গে যুক্ত। ঘটনায় আহত হয়েছে এলাকার তৃণমূল নেতা শেখ রাজু ।
আহত তৃণমূল নেতার দাবি, হারাইপুর অঞ্চলে ৮১৬টি ভোট পেয়েছে তৃণমূল, অন্যদিকে কংগ্রেস ভোট পেয়েছে ১৮৩ টি। স্বাভাবিকভাবেই এলাকায় তৃণমূল লোকসভা ভোটে লিড দেওয়ায় বিজয় মিছিল বের করেছিলেন তৃণমূল কর্মীরা। আর তার জন্যই আজকের এই বোমবাজির ঘটনা । তার আরও দাবি, বাড়ির সামনে বসে থাকার সময় দুটি স্কুটিতে করে ছয় জন কংগ্রেস কর্মী আসেন, গাড়িতে বাধা ছিল প্লাস্টিকের ড্রাম আর তাতেই বোমা মজুদ করে রেখেছিলেন দুষ্কৃতীরা। সে ড্রাম থেকেই বোমা বার করে ছোরা হয় শেখ রাজুর দিকে। বোমার স্পেলিংটারের আঘাতে গুরুতর আহত হয় রাজু। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
আরও পড়ুন: ভোট মিটতেই অশান্ত বীরভূম, বোমাবাজির ঘটনায় জখম তৃণমূল কর্মী
যদিও আহতের মায়ের দাবি, পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা সূত্রপাত। অভিযুক্তের স্ত্রী জায়েদা বিবির দাবি, আমাকে বারবার বিরক্ত করছিল রাজুর মা,আমার স্বামী ব্যাংক থেকে ফিরলে আমি স্বামীকে তা জানায় কিন্তু বাড়ি থেকে বোমা নিয়ে গিয়ে যে মারার অভিযোগ উঠছে সেটি সম্পূর্ণ মিথ্যা আমাদের এখানে সিসিটিভি আছে চাইলে ক্ষতিয়ে দেখে নিতে পারেন তারা।
অন্য খবর দেখুন