নয়াদিল্লি: বাংলাদেশ (Bangladesh) সিরিজের আগে চোট পেলেন ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । চিন্তা বাড়ল তাঁকে নিয়ে। বুচিবাবু ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে নেমে চোট পেলেন ভারতের টি টোয়েন্টি ক্রিকেট (T20 Cricket) দলের অধিনায়ক। মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাঁকে। ম্যাচে আর অংশ নিতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করতে নেমেছিলেন সূর্য। লেগ স্লিপে দাঁড়িয়ে ছিলেন। মুশির খানের লেগ স্লিপে করা একটি বল টিএনসিএর প্রদোষরঞ্জন পাল লেগ স্লিপের দিকে ঠেলে দেন। সূর্যের ডান দিক দিয়ে বল যাচ্ছিল। তিনি ঝাঁপিয়ে পড়ে দুই হাত দিয়ে সেই বল ধরতে যান। ডাক্তার পরীক্ষা করার পরে সূর্য মাঠ ছেড়ে বেরিয়ে যান। মুম্বই এখনও সরকারিভাবে সূর্যের খবর জানায়নি। দলীপ ট্রফিতে তিনি অংশ নিতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনাল, মোহনবাগানের লক্ষ্য ১৮তম ট্রফি
আরও খবর দেখুন