নয়াদিল্লি: ছত্তিশগঢ়ে (Chhattisgarh) নারায়ণপুর (Narayanpur) পুলিশের নেতৃত্বে নকশাল বিরোধী অভিযানে সাফল্য। মহিলা সহ তিনজন মাওবাদী (Maoist) নেতাকে এনকাউন্টার করা হল। নিরাপত্তা বাহিনী নারায়ণপুর জেলার প্রত্যন্ত আবুজহমাদ এলাকায় অবস্থিত পারাদির জঙ্গলে তিনজন সিনিয়র মাওবাদীকে নিকেশ করল৷ মৃত মাওবাদী নেতা রুপেশের মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। জগদীশের মাথার দাম ছিল ১৬ লাখ। সরিতা ওরফে বাসন্তীর মাথার দাম ছিল ৮ লাখ টাকা। ওই মাওবাদীদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে একে ৪৭, ইনসাস রাইফেল, এসএলআর, কারবাইন। অভিযানটি নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং দান্তেওয়াড়া জেলার সম্মিলিত বাহিনী করেছে। রূপেশের (ওরফে কোলু, ওরফে শাম্বা গোসাই মান্দাভি) বিরুদ্ধে ৬৬টি ফৌজদারি মামলা রয়েছে। তিনি ২০০৯ সালের মদনওয়াড়া এনকাউন্টারে জড়িত ছিলেন। যার ফলস্বরূপ এসপি বিনোদ চৌবে এবং ২৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। জগদীশের (ওরফে রমেশ, ওরফে সুখলাল টেকম) ৪৩টি ফৌজদারি মামলা রয়েছে।
নারায়ণপুরের এসপি প্রভাত কুমার জানিয়েছেন, অভিযানের লক্ষ্য আবুজমাদের আদিবাসী জনগোষ্ঠীকে মাওবাদী মতাদর্শের প্রভাব থেকে রক্ষা করা। এবং এই অঞ্চলে শান্তি ও উন্নয়ন পুনরুদ্ধার করা। আইজিপি বস্তার রেঞ্জ, সুন্দররাজ পি বলেন, নিরাপত্তা বাহিনী এবছর মাওবাদী নেতৃত্বের উপর প্রচণ্ড আঘাত করেছে। এখনও পর্যন্ত এবছর নারায়ণপুর জেলায় ৩৭ জন মাওবাদী নিহত হয়েছে, ২৯ জন গ্রেফতার ও ১৪ জন আত্মসমর্পণ করেছে।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী ফ্যাক্ট চেক ইউনিট গঠনের ব্যবস্থা খারিজ বম্বে হাইকোর্টের
আরও খবর দেখুন