বর্ধমানঃ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেন নিচুতলার পুলিশদের। এমনকি, পুলিশ-প্রশাসনকে সেই বৈঠক থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তোলেন, পুলিশের একাংশ ঘুষ নিচ্ছে বলে। এর পরেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে। সাসপেন্ড করা হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে।
আরও পড়ুনঃ এবার আদানি গ্রুপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা বাংলাদেশ হাইকোর্টের
উল্লেখ্য, গতকাল নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন , “কয়লা চুরি করবে সিআইএসএফ এবং পুলিশের একাংশ, আর দোষ হবে তৃণমূলের? এ জিনিস আমি টলারেট করব না”। শুধুমাত্র তাই নয়, তিনি আরও বলেন “রাজনৈতিক নেতা ৫ টাকা খেলে বলা হয় ৫০০ টাকা খেয়েছে। নেতারা টাকা খাওয়ার আগে তবু দশ বার ভাবে। তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। নিচুতলার কিছু অফিসার এবং পুলিশের কিছু লোক, যারা সরকারকে ভালবাসে না, তারা এসব নিয়ে ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থটা দেখে”।
নিচুতলার পুলিশ কর্মীরা ঘুষ খাচ্ছে বলে সরাসরি অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি হয়তো চেষ্টার কসুর রাখছো না। কিন্ত সরি টু সে, নিচুতলার পুলিশ কর্মীদের অনেকে ঘুষ খেয়ে সীমান্ত দিয়ে পাচারে সাহায্য করছে”।
গতকাল প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর এহেন কড়া মন্তব্যের পরই পদ থেকে সরানো হল বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে।
দেখুন অন্য খবর