কলকাতা: ইন্ড্রাস্ট্রির তিনি গ্ল্যাম গার্ল। ইন্ড্রাস্ট্রিতে ঠোঁট কাটা বলে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বরাবরই ছক ভাঙা জীবনে বিশ্বাসী অভিনেত্রী। ৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী। বয়সকে তিনি পাত্তা দিতে নারাজ। সেই ইঙ্গিত মিলল তার পোস্টে। নিজেকেই নিজে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন তিনি। বিশ্বাস করেন প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে উপভোগ করায়। ছক ভেঙে জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Birthday)।
আরও পড়ুন: আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন, কোন শর্তে?
বিনা মেক আপে ছবি ভাগ করে করে নিলেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে গালে চওড়া হাসি। চোখে বলিরেখা স্পষ্ট। যদিও সেই সব লুকোতে চায়নি অভিনেত্রী। শুধুমাত্র ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেছেন। সেই ছবিতে অভিনেত্রী লিখলেন, ‘হে প্রিয়, শুভ ৪৪তম জন্মদিন। তুমি বলো বলিরেখা। আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি একজন শিল্পী, মা ও বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে। একটা সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, এখন সেই রং তোমার কাছে রুপোর চেয়েও উজ্জ্বল। তুমি যাকে ক্লান্ত চোখ বলো, আমি সেটাকে অভিজ্ঞতা হিসেবে দেখি। চোখের নীচের ওই ডার্ক সার্কেলকে আমি সাফল্য মনে করি। তুমি তোমার মতোই থাকো— দয়ালু, আন্তরিক, স্বচ্ছ ও সৎ। পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক, তুমি যেন এমনই থাকো। নিজেকে ভালবাসার বিকল্প আর কিছু নেই। সেই বার্তাই রয়েছে স্বস্তিকার পোস্টে।
View this post on Instagram
অন্য খবর দেখুন