দামাস্কাস: গোলান মালভূমি সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে। ইজরায়েলি হামলার জেরে সিরিয়ার অধিকাংশ সামরিক কাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। এই অবস্থায় শাসকহীন সিরিয়ার দখল নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে নেতানিয়াহুর দেশ। বাশার আল-আসাদ দেশ ছাড়ার পরই সিরিয়ায় অভিযান শুরু করেছিল ইহুদি সেনা। আর এবার সিরিয়ার মাটিতে ইজরায়েলিদের প্রবেশের জন্য কোনো বাধা রইল না। শুক্রবার এমনই একটি ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে ইজরায়েলের চাবাদ সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে তাঁদের ধর্মীয় রীতি পালন করতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে সিরিয়ার হারমন পর্বতের পাদদেশে তাঁদের পানীয়র গ্লাস হাতে সেলিব্রেট করতে দেখা গিয়েছে। এই ভিডিও থেকে ইজরায়েলিদের সিরিয়া দখলের মনোভাব স্পষ্ট।
আরও পড়ুন: বাংলাদেশের নতুন বিপদ ‘আরাকান আর্মি’?
যদিও শুক্রবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস সিরিয়ায় হামলা বন্ধ করার জন্য অনুরোধ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। কিন্তু তাঁকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গত রাত থেকেই সিরিয়ায় হামলার ঝাঁঝ বাড়ায় ইহুদি সেনা। এখন তাঁদের নিশানা সিরিয়ার রাজধানী দামাস্কাস। এদিকে ইতিমধ্যে সিরিয়ার ‘বাফার জোন’ হিসেবে পরিচিত গোলান মালভূমি সংলগ্ন এলাকা দখল করে নিয়েছে ইজরায়েলি সেনা। তারপর থেকেই ইহুদি সেনার বিশেষ একটি বাহিনী সিরিয়ার মাটিতে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেছে। এর মধ্যে চাবাদ সম্প্রদায়কে ধর্মীয় রীতি পালন করার ভিডিও সামনে এসেছে। এবার কি সিরিয়া দখল করবে ইজরায়েল? সাম্প্রতিক ঘটনাপ্রবাহ হয়তো সেই ইঙ্গিত দিচ্ছে।
দেখুন আরও খবর: