
হুগলি: মালদহ এবং উত্তর দিনাজপুরের পর এবার আরামবাগ। বেশ কয়েকটি স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। অভিযোগ, পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা হাতিয়েছেন হ্যাকাররা।
সূত্রের খবর, গোঘাটের বাঘারবার্ড উচ্চ বিদ্যালয়ে ৫ জন, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের ২ জন, বালি হাই স্কুলের ১ জন, আরামবাগের বড় ডোঙ্গল রমানাথ ইনস্টিটিউশনের ৯ জন, আরামবাগের বাদলকোণা- নির্ভয়পুর হাই স্কুলের ১ জন সহ ১৮ জন ছাত্র-ছাত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ট্যাবের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে ।
আরও পড়ুন: কোর কমিটিতে মিটল, কোর বিতর্ক ক্যাপ্টেন অনুব্রতই
স্কুল সূত্রে খবর, দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদেরর ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপরেই তারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে লক্ষ করেন ওই পড়ুয়াদের ব্যাঙ্ক একাউন্ট নম্বর ও আই এফ এস সি কোর্ড পরিবর্তন করা রয়েছে। বিষয়টি জানার পরেই গোঘাট থানা ও হুগলি ডিআই অফিসে জানানো হয়েছে বলে দাবি করেন প্রধান শিক্ষক। সেইসঙ্গে হুগলি সাইবার ক্রাইম দপ্তরেও অভিযোগ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ‘তরুণের স্বপ্ন’ নামে এক প্রকল্পে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। চলতি বছর সেই টাকা অনেকেই পায়নি। অনেকেই আবার দু’বার করে টাকা পেয়েছেন। রাজ্য জুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। কার গাফিলতিতে টাকা অন্যের অ্যাকাউন্টে গেল? খতিয়ে দেখতে জেলায় ঘুরে ঘুরে জেলা পরিদর্শকদের কাছ থেকে রিপোর্টও সংগ্রহ করছে স্কুল শিক্ষা দফতর।
দেখুন আরও খবর: