নয়াদিল্লি: দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অতিশী (Atishi Marlena) সম্পর্কে কুমন্তব্য, রাজ্যসভা থেকে স্বাতীকে (Swati Maliwal) পদত্যাগের নির্দেশ আপের। অতিশী মারলেনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তাঁকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলল কেজরিওয়ালের দল। আপের অভিযোগ, তাঁদের মনোনীত প্রার্থী রাজ্যসভায় গিয়ে বিজেপির শেখানো বুলি আওড়াচ্ছেন।
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল অতিশীর নাম ঘোষণার পরই কটাক্ষ করেন স্বাতী। তিনি বলেন, আজ দিল্লির জন্য একটি দুঃখের দিন। আজ এমন একজন দিল্লির মুখ্যমন্ত্রী হলেন যাঁর পরিবার সন্ত্রাসবাদী আফজলগুরুর ফাঁসি আটকাতে দীর্ঘ লড়াই লড়েছিল। নতুন মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজলকে বাঁচাতে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: বাসের মেয়াদ ২০ বছর করতে চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য
আরও খবর দেখুন