কলকাতা: সত্যজিৎ রায় বাঙালীর আবেগ। সত্যজিতের অসামান্য সৃষ্টিকে মণ্ডপ সজ্জার মাধ্যেই সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চলেছে উত্তর কলকাতার এই ক্লাব। এবছর তাঁদের দূর্গাপুজো (Durga Puja 2024) ১০৪তম বর্ষে পদার্পণ করল। এবছর যে অন্য চার-পাঁচটা বছরের থেকে আলাদা। তাই স্বাভাবিক ভাবেই যে থিমেও আলাদা বার্তা থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই বার্তায় এবার দিতে চলেছে উত্তরের টালা বারোয়ারি ক্লাব (Tala Barowari Club)। চলতি বছরে টালা বারোয়ারির সবার প্রিয় মানিককে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে পুজোয় মণ্ডপ সজ্জার মাধ্যমে। এই বছরই পরিচালক সত্যজিৎ রায়ের ১০৪ তম জন্মবার্ষিকী। তাঁর অমর সৃষ্টি ‘ হীরক রাজার দেশের’ অনুকরণে, এবছর তাঁদের পুজো থিম ‘হীরা মানিক জ্বলে’।
আরও পড়ুন: কলকাতায় এবার বেনারস-হরিদ্বার, মণ্ডপেই গঙ্গা আরতি…
সম্পূর্ণ মণ্ডপ জুড়ে থাকছে সত্যজিৎ রায়েরই ভিন্ন সিনেমার প্রেক্ষাপট, ডায়লগের শৈল্পিক বুনোন। তাঁর রচনা সত্যিই হীরার মতই মূল্যবান, যা কাল, যুগ, ঐতিহ্য, সময়ের সঙ্গে সঙ্গে চির উজ্জ্বল। কালজয়ী সিনেমা গুলি বাস্তব সমাজকে কীভাবে ব্যাখ্যা করেছে সেই সবই ফুটিয়ে তোলা হবে এই মণ্ডপ জুড়ে। আর অবশ্যই থাকছে এই অস্থির সময়ের জন্যে কিছু বার্তা। তাই ক্লাব সদস্যরা বলছেন, এবছর টালা বারোয়ারি ‘উত্তরের উত্তর’ দেবে। আসলে এই কঠিন সময়ে বাংলার প্রায় সকল মানুষই চান আরও এক ‘উদয়ন পন্ডিত’ কে, চান আরও এক সত্যজিৎ রায়কে।
দেখুন ভিডিও