বাঁকুড়া: তালডাংরা বিধানসভার উপনির্বাচন সামনে। কিন্তু আচমকা ভোট বয়কটের ডাক হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের ২৫১নং বুথের বোড়দা গ্রামের বাসিন্দাদের। নেপথ্যে কারণ, গ্রামটির উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা। গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সুবিধাগুলি এই গ্রামে আজও অনুপস্থিত।
বস্তুত, বোড়দা গ্রামের মানুষদের প্রায় এক ঘণ্টার দীর্ঘ যাত্রা করতে হয় নিকটবর্তী বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে। যা গ্রামের ছেলেমেয়েদের জন্য স্কুল ও কলেজের পথকেও দুর্গম করে তুলেছে। এছাড়া, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারানোর ঘটনা এখানে নতুন নয়।
আরও পড়ুন: বঙ্গে কবে শীত, বড় আপডেট হাওয়া অফিসের
আইসিডিএস সেন্টারের অভাবে শিশুদের পুষ্টির সংকটও গভীরতর হয়ে উঠেছে। এদিকে, উপনির্বাচনের আগে গ্রামের মানুষ জন তাদের ক্ষোভ প্রকাশ করেছেন পোস্টার লাগিয়ে। তারা জানিয়েছেন, যদি উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ না হয়, তবে তারা এই উপনির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকবেন। তালডাংরার এই বয়কটের সিদ্ধান্ত প্রশাসন ও রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। গ্রামবাসীদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।
দেখুন আরও খবর: