ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) লেফটেন্যান্ট কর্নেল ও তাঁর তিনজন আত্মীয়কে অপহরণ (Abduction) করে তেহরিক ই তালিবান। খাইবার পাখতুন খোওয়ার ডেরা ইসমাইল খানে একটি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে তাঁদের অপহরণ করা হয়। যা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বলতে শুরু করেন, পাকিস্তানের সেনা এতটা দুর্বল যে নিজেদেরই রক্ষা করতে পারে না। তাহলে তাঁরা দেশকে কী করে রক্ষা করবেন। তেহরিক ই তালিবানের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করে পাকিস্তানের জেলে বন্দি তাঁদের এক নেতাকে ছাড়ার বিনিময়ে ওই কর্নেলকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়।
পরে অবশ্য ওই ধৃতদের মুক্তি দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল খালিদ আমিরকে ও অন্য তিনজনকে নিরাপদে ও নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে বলে পাকিস্তানের সেনা জানিয়েছে। স্থানীয় উপজাতি নেতাদের সক্রিয়তায় এই মুক্তি সম্ভব হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনা দেশে থাকলে হত্যা হতে পারত, মন্তব্য বাংলাদেশের সেনাপ্রধানের
আরও খবর দেখুন