কলকাতা: প্রেম ও তার মর্মান্তিক পরিণতির গল্প শুনিয়েছে— রোমিও আর জুলিয়েট। শেক্সপিয়রের এই অমর সৃষ্টি কিন্তু বছরের পর বছর ধরে ফিরে এসেছে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে। এ বার শীতে আরও একবার বাংলায় ফিরে এসেছে এই গল্প। মুক্তি সদ্য মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’ (Talmar Romeo Juliet )। এ সিরিজে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে রয়েছেন একদল নতুন অভিনেতা। প্রেক্ষাপটে চিরন্তন এক প্রেম গাথা। সাম্প্রদায়িক হানাহানি, হিংসা, প্রেমহীনতার গল্প বলবে এই সিরিজ।
আরও পড়ুন: ৭ সপ্তাহ পার, এখনও হল কাঁপাচ্ছে ‘বহুরূপী’
শুধু কী তাই এই ছবির হাত ধরে এক মফস্সল এক মেয়ের নায়িকা হওয়ার কথা বলা হয়েছে। কথা হচ্ছে তালমার রোমিও জুলিয়েটে জাহানারার চরিত্রের। এই সিরিজে জাহানারা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী হিয়া রায়কে। মফস্সল থেকে কলকাতায় এক ব্যাগ স্বপ্ন নিয়ে আসা। কয়েক সেকেন্ডের চরিত্র থেকে নায়িকা হয়ে ওঠা। অনেকটাই বদলেছে জীবন। চুম্বন থেকে অন্তরঙ্গ দৃশ্যে কোনও ছুতমার্গ রাখেননি সাহসিনী অভিনেত্রী হিয়া রায়। তাই তো প্রথম সিরিজে কাজের নিরিখে প্রশংসা দর্শকদের থেকে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী।
অন্য খবর দেখুন