কলকাতা: দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। তামান্নার স্টাইল ও সেক্সি অ্যাপিয়ারেন্সে কুপকাত ভক্তরা। এবার ছিমছাম পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী।
আরও পড়ুন: জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানালেন স্বস্তিকা
আজ কি রাত আইটেম গানে অনবদ্য তার নাচ নেটিজেনদের ঘুম কেড়েছিল। অভিনয়, নাচ থেকে তাঁর স্টাইল সব সময়ই তিনি চর্চায় থাকেন। সম্প্রতি একটি ডেনিম ম্যাক্সি ড্রেস এবং ঘড়িতে তার এয়ারপোর্ট লুকে ট্রেন্ডিস্ট টুইস্ট দিয়েছেন। এবার এক ক্যাফের বাইরে তামান্নাকে দেখা গেল নো-মেকআপ লুকে। কালো ঢিলেঢালা পোশাকে মেকআপ ছাড়াই অসাধারণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। ওয়ান পিস নুডুলস স্ট্রাপ কালো ড্রেসে উন্মুক্ত ক্লিভেজে ড্যাম সেক্সি তামান্না।
View this post on Instagram
অন্য খবর দেখুন