তমলুক: সম্পর্ক মানেনি প্রেমিকার পরিবার। হাসপাতালের (Hospital) অপারেশন থিয়েটারে আত্মহত্যা। চাঞ্চল্য তমলুকে। পুলিশ (Police) সূত্রে খবর, মৃত হাসপাতালকর্মীর বাড়ি পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) বাকচা এলাকায়। প্রায় সাত বছর ধরে তমলুক এলাকার ওই বেসরকারি হাসপাতালের ওটি রুমের কর্মী হিসেবে কাজ করছেন তিনি। সোমবার দুপুরে সাহেব দাস নামে ওই ওটি কর্মীর দেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালেরই এক মহিলাকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাহেবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, সকাল ১১টা নাগাদ বাড়ির কাছে দোকানে কাজ করছিলাম। সেই সময় প্রতিবেশীরা খবর দেন সাহেবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলাদেশের ভিটে জবরদখল
আরও খবর দেখুন