কলকাতা: দেশ সদ্য ব্রিটিশ দখলদারি থেকে স্বাধীন হয়েছে। তার বছর তিনেকের মধ্যেই বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে লন্ডনের পাইনউড ষ্টুডিওতে গিয়েছিলেন শব্দযন্ত্রীর কাজ শিখতে। ভারতে ফিরে নিউ থিয়েটার্স ষ্টুডিওতে কয়েকটি সিনেমায় সহকারী শব্দযন্ত্রীর কাজ। তার পরে শুরু করলেন ছবি পরিচালনা। প্রথম চলচ্চিত্র অঙ্কুশ তৈরি করলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৈনিক ছোটগল্প অবলম্বনে। প্রথম ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এর পরে আরও দুটি ছবি করার পরে তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে কাবুলিওয়ালা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর ইতিহাস। তপন সিনহা। ফিল্ম কেরিয়ারে ছোট এবং বড় পর্দার জন্য নির্জন সৈকত থেকে সাগিনা মাহাতো বাংলা, হিন্দি, ওড়িয়া ভাষা মিলিয়ে ৪৩টি ছবি তৈরি করলেন। চিরকালীন আবেদনের বিষয়বস্তু। গল্পের অসাধারণ বৈচিত্র। বেশিরভাগ ছবি সিনে বাজারেও হিট। এই বছর ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র তপন সিনহার জন্মশতবর্ষ। সেই উপলক্ষে ত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের বাড়তি পাওনা তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী, অনুষ্ঠান চাক্ষুষ করার সুযোগ। সেখানে ‘ডটারস অফ দিস সেঞ্চুরি’ স্বর্ণ যুগের অভিনেত্রীরাও হাজির থাকছেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হচ্ছে তপনবাবুর একাধিক ছবি। সঙ্গে তাঁর কাজ নিয়ে বিশেষ প্রদর্শনী। গত ৫ ডিসেম্বর নন্দন-২ প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। ছিলেন যোগেন চৌধুরী, গৌতম ঘোষ, রাজা সেন, সোনালি গুপ্ত এবং তপন সিনহার পুত্র অনিন্দ্য সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। আগামী ১১ ডিসেম্বর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হবে তপন সিনহা পরিচালিত অভিনেতা-অভিনেত্রীদের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তনুজা সহ অন্যান্যদের। ডিসেম্বরের এই হাল্কা শীতের আমেজে মন ফুরফুরের মেজাজে নন্দন চত্বরে উপচে পড়ছেন সিনেপ্রেমীরা।
আরও পড়ুন: আয়োজকদের ব্যর্থতায় দেব অভিনীত সিনেমা খাদানের প্রচারে বিশৃঙ্খলা