নয়াদিল্লি: ওয়াকফ সংশোধন বিলে (Waqf Amendment Bill) বিপদে পড়বে এনডিএ? ঝটকা দেবে টিডিপি, জেডিইউ? তেমনই আহ্বান জমিয়তে উলেমায়ে হিন্দের (Jamiat Ulama-i-Hind)। ওই সংগঠন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সংবিধান সংরক্ষণ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে ওই সংগঠনের অধ্যক্ষ মওলানা আরশাদ মদনি এই নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমরা এই দেশে থাকি। আমরা বাইরে থেকে আসিনি।
তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতি বুলডোজার নীতিতে ভেদাভেদ করার অভিযোগ তোলেন। মওলানা বলেন, টিডিপির চন্দ্রবাবু নায়ডু ও জেডিইউর নীতীশ কুমার না থাকলে কেন্দ্রে এনডিএ সরকার গঠন হত না। সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনি ওই অনুষ্ঠানে ওয়াকফ সংশোধন বিলে নীতীশ কুমার ও চন্দ্রবাবুর দল যাতে বিরুদ্ধে ভোট দেয় তার আর্জি জানিয়েছেন। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। জানা গিয়েছে, এরপর পাটনা ও অন্ধ্রপ্রদেশে সভা করবে জমিয়তে উলেমায়ে হিন্দ। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: ভোটমুখী ঝাড়খণ্ডে আজ মোদি, দুটি জনসভা প্রধানমন্ত্রীর
দেখুন অন্য খবর: